সম্পাদকীয় প্রতিবেদন for wbcs

সম্পাদকীয় প্রতিবেদন for WBCS

সম্পাদকীয় প্রতিবেদন WBCS Descriptive Bengali with Pathak sir

 সম্পাদকীয় কাঠামো :নিবন্ধের ভাষায় লেখা হবে

নিবন্ধ  :   নিবন্ধ  হল সুনির্দিষ্ট গভীর বিশ্লেষণধর্মী । নিবন্ধকে বলা হয় প্রবন্ধের সংক্ষিপ্তসার ।এখানে প্রবন্ধকে রচনা বললেও অন্যায় হবে না ।নিবন্ধ স্বল্প পরিসরে বিশ্লেষণ ও যুক্তি ভিত্তিক ।

শিরোনাম

প্রথম অংশ : উপস্থাপনা বা সূচনাপর্ব , সূচনাপর্বে সংবাদটির সংক্ষিপ্ত বর্ণনা ও উপস্থাপনা ।

দ্বিতীয় অংশে : দ্বিতীয় পর্বে বা  মধ্য পর্বে থাকবে  বিশ্লেষণ মূলক আলোচনা ,সমালোচনা , সুচিন্তিত মতামত ও মন্তব্য এই অংশে পক্ষে-বিপক্ষে যুক্তি ও বলা হবে

তৃতীয়াংশে : তৃতীয় আংশে  দেশ ও জাতিকে পরামর্শ , উপদেশ , আবেদন এবং দিকনির্দেশনা । উপসংহারে সমস্যার সমাধানে   পরামর্শ তুলে ধরা প্রয়োজন ।

এভাবে বলতে পারি

শুরুতে: সম্পাদকীয় উপজীব্য বিষয় সম্পর্কে ।

দ্বিতীয়: আলোচনা ,বিশ্লেষণ , বৈপরীত্য মূলক মতামত ।

তৃতীয় : প্রাসঙ্গিক তথ্য উপস্থাপন ।

চতুর্থ : উপসংহারে সমস্যার সমাধান ও পরামর্শ উপদেশ আবেদন ।

লেখা হবে কি ভাবে ?

২০০ শব্দে লিখতে হবে ।

শিরোনাম ( ছোট হবে )

প্রথম অংশ : ৪০ -৫০ শব্দে

দ্বিতীয় অংশে : ৯০-১০০ শব্দে

তৃতীয় আংশ : ৪০ -৫০ শব্দে

WBCS Mains Compulsory Bengali question 2021

নিম্নলিখিত বিষয় সম্পর্কে ২০০ শব্দের মধ্যে একটি সম্পাদকীয় প্রতিবেদন লিখুন : ‘যুদ্ধে কেবল প্রাণহানিই ঘটে না, পরিবেশও বিপন্ন হয়।

WBCS Mains Compulsory Bengali question 2020

নিম্নলিখিত বিষয় সম্পর্কে ২০০ শব্দের মধ্যে একটি সম্পাদকীয় প্রতিবেদন লিখুন : অনলাইন শিক্ষা আমাদের কতদূর এগিয়ে দেবে?

WBCS Mains Compulsory Bengali question 2019

নিম্নলিখিত বিষয় সম্পর্কে ২০০ শব্দের মধ্যে একটি সম্পাদকীয় প্রতিবেদন লিখুন : বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতীয় সংস্কৃতির প্রাণ

WBCS Mains Compulsory Bengali question 2018

নিম্নলিখিত বিষয় সম্পর্কে ২০০ শব্দের মধ্যে একটি সম্পাদকীয় প্রতিবেদন লিখুন : “বাক স্বাধীনতার অধিকার সর্বাপেক্ষা জরুরি’

WBCS Mains Compulsory Bengali question 2017

নিম্নলিখিত বিষয় সম্পর্কে ২০০ শব্দের মধ্যে একটি সম্পাদকীয় প্রতিবেদন লিখুন : ‘যন্ত্রণামুক্তির শ্রেষ্ঠ উপায় স্বেচ্ছামৃত্যু

WBCS Mains Compulsory Bengali question 2016

নগর পরিকল্পনার ক্ষেত্রে বে-আইনি নির্মাণ অন্যতম প্রধান প্রতিবন্ধক-এর স্বপক্ষে সম্পাদকীয় প্রতিবেদন লিখুন।

WBCS Mains Compulsory Bengali question 2015

সোশ্যাল নেটওয়ার্কিং আজকের যুব সমাজকে অপরাধ-প্রবণ করে তুলেছে-এর সপক্ষে সম্পাদকীয় প্রতিবেদন (২০০ শব্দের মধ্যে)

Shopping Cart