সারাংশ ও সারমর্ম

সারাংশ বা সারমর্ম লিখন|WBCS ,ICDS, WB SI ,PSC CLERKSHIP MAIN|| DESCRIPTIVE BENGALI .

সারাংশ বা সারমর্ম লিখন

সারাংশ বা সারমর্ম লিখন|WBCS ,ICDS, WB SI ,PSC CLERKSHIP MAIN|| DESCRIPTIVE BENGALI .

WBCS 5 TOPICS

সম্পাদকের নিকট পত্র 150

সম্পাদকীয় প্রতিবেদন 200

সারমর্ম এক-তৃতীয়াংশ

অনুচ্ছেদে প্রশ্ন-উত্তর

বঙ্গানুবাদ

সারাংশ বা সারমর্ম লিখন| WBCS, ICDS,WB SI,PSC CLERKSHIP MAIN| সঠিক নিয়ম জানুন| DESCRIPTIVE BENGALI|

সারাংশ বা সারমর্ম লিখন

  • নম্বর 40
  • তিন নম্বর প্রশ্ন
  • শব্দ সংখ্যা এক তৃতীয়াংশ
  • সময় 36 মিনিট,পাবে 20 মিনিট
  • সময় বাঁচাতে হবে বোধ পরীক্ষণ এ সময় দিতে হবে
  • খোপ কাটা ঘর থাকে একি বলে Precie sheet
  • রাফ নিতে হবেএকেবারে শেষের পৃষ্ঠায় ,তারপর কেটে দিতে হবে

কোন কবিতা বা কোন গদ্যাংশ যখন আমাদের কাছে আসে, তখন তা আসে অনেক কথা জড়িয়ে সাহিত্যিক বা কবিরা যা কিছু বলতে চান সেটা সোজাসুজি  বলেন না বলেন অনেক কথা জড়িয়ে শব্দকে সাজিয়ে সুন্দর বাক্য তৈরি করেন সেই সুকুমার কথা শৈলীতে আমরা মজে যাই আমরা বারবার পড়ি

সারমর্ম কাকে বলে ?   

 উধধিতাংশে  লেখক কি বলতে চেয়েছেন অর্থাৎ উহার সার কথা কি তা আড়ম্বর বর্জন করে  সংক্ষেপে পরিচ্ছন্ন ভাবে লেখার নাম সারাংশ।

অফিসারের দরকার

 নিত্যসঙ্গী government’s . পরিষেবা -সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ও তাদেরকে সরকারি পরিবেশ পরিসেবা সম্পর্কে অবহিত করতে প্রয়োজন ।সংক্ষিপ্ত করতে শেখ ও সংক্ষিপ্ত বলতে শেখা ।

কবিতার ক্ষেতে হয় সারমর্ম

অনুচ্ছেদের ক্ষেত্রে হয় সারসংক্ষেপ

সোজাসুজি বলা-আড়ম্বর না করা -উপমা -উদাহরণ -গল্প -অলংকার

  • তিনবার পড়ো   বাক্য না শব্দ  ধরে মূলভাব বের কারো আন্ডারলাইন করো
  • শিরোনামঃ 3 থেকে 7 শব্দে, শিরোনাম এ আন্ডারলাইন বা সাজানো-গোছানো করা দরকার নেই শিরোনাম  সবার শেষে লিখবে তাতে সময় বাঁচবে
  • একটি অনুচ্ছেদে লিখতে হবে চলিত ভাষা ব্যবহার করো কোনমতেই সাধু শব্দ নেওয়া যাবে না
  • রাফ ওয়ার্ক নাও খাতার শেষে নিতে হবে ক্রমিক সংখ্যা দেবে ও কেটে দেবে লেখার শেষে উপরে রাফ বলে লিখতে হবে
  • শব্দ সংখ্যা এক তৃতীয়াংশ একই শব্দ বারবার ব্যবহার না করাই ভালো চেষ্টা করতে হবে কম শব্দ অনুচ্ছেদ থেকে নেওয়া পুরো বাক্য অনুচ্ছেদ থেকে নেওয়া যাবে না নিজের ভাষায় লিখতে হবে বানান ভুল চলবে না
  • স্পষ্ট, সুসংহত,Clarity থাকতে হবে ব্যাক্তিগত অভিমত একেবারে না
  • অনুচ্ছেদ এর মূল বক্তব্য সহজ ও নিজের ভাষায় লিখ
  • অনুচ্ছেদ এর বাইরে কিছু লেখা যাবে না আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক কিছু জানি
  • অনুচ্ছেদে উত্তম পুরুষ (আমি আমরা) 1st person,মধ্যম পুরুষ (তুমি তোমরা)2nd person ব্যবহার করা যাবে না
  • একটা শব্দ বারবার ব্যবহার করবে না এর সমার্থক শব্দ ব্যবহার করো
  • ক্লিয়ারিটি: কোন অস্পষ্টতা যেন না থাকে ,প্রথম থেকে শেষ অবধি পড়তে খাপছাড়া না লাগে ব্যক্তিগত অভিমত বা ধারণা এখানে দেওয়া যাবে না
  • বানান ভুল যতিচিহ্ন ভুলব্যাকরণ ভুল
  • বিভিন্ন ভাবনার মধ্যে যোগাযোগ প্রয়োজন
  • সমস্ত প্রয়োজনীয় তথ্য অর্থাৎ দীর্ঘ বাক্যাংশ গুলি বাদ দিয়ে তার বদলে একটি শব্দ বসাও

@ বাক্যগুলি যেন একটার সাথে আরেকটা জুড়ে থাকা জরুরী প্রথম বাক্য লেখার পর পর শেষ বাক্য লিখলাম ।

By Pathak sir ( M.A in Bengali )

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart