সারাংশ বা সারমর্ম লিখন
সারাংশ বা সারমর্ম লিখন|WBCS ,ICDS, WB SI ,PSC CLERKSHIP MAIN|| DESCRIPTIVE BENGALI .
WBCS 5 TOPICS
সম্পাদকের নিকট পত্র 150
সম্পাদকীয় প্রতিবেদন 200
সারমর্ম এক-তৃতীয়াংশ
অনুচ্ছেদে প্রশ্ন-উত্তর
বঙ্গানুবাদ
সারাংশ বা সারমর্ম লিখন| WBCS, ICDS,WB SI,PSC CLERKSHIP MAIN| সঠিক নিয়ম জানুন| DESCRIPTIVE BENGALI|
সারাংশ বা সারমর্ম লিখন
- নম্বর 40
- তিন নম্বর প্রশ্ন
- শব্দ সংখ্যা এক তৃতীয়াংশ
- সময় 36 মিনিট,পাবে 20 মিনিট ।
- সময় বাঁচাতে হবে –বোধ পরীক্ষণ এ সময় দিতে হবে।
- খোপ কাটা ঘর থাকে একি বলে Precie sheet
- রাফ নিতে হবে–একেবারে শেষের পৃষ্ঠায় ,তারপর কেটে দিতে হবে
কোন কবিতা বা কোন গদ্যাংশ যখন আমাদের কাছে আসে, তখন তা আসে অনেক কথা জড়িয়ে । সাহিত্যিক বা কবিরা যা কিছু বলতে চান সেটা সোজাসুজি বলেন না । বলেন অনেক কথা জড়িয়ে । শব্দকে সাজিয়ে সুন্দর বাক্য তৈরি করেন । সেই সুকুমার কথা শৈলীতে আমরা মজে যাই আমরা বারবার পড়ি।
সারমর্ম কাকে বলে ?
উধধিতাংশে লেখক কি বলতে চেয়েছেন অর্থাৎ উহার সার কথা কি তা আড়ম্বর বর্জন করে সংক্ষেপে পরিচ্ছন্ন ভাবে লেখার নাম সারাংশ।
অফিসারের দরকার
নিত্যসঙ্গী government’s . পরিষেবা -সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ও তাদেরকে সরকারি পরিবেশ পরিসেবা সম্পর্কে অবহিত করতে প্রয়োজন ।সংক্ষিপ্ত করতে শেখ ও সংক্ষিপ্ত বলতে শেখা ।
কবিতার ক্ষেতে হয় সারমর্ম
অনুচ্ছেদের ক্ষেত্রে হয় সারসংক্ষেপ ।
সোজাসুজি বলা-আড়ম্বর না করা -উপমা -উদাহরণ -গল্প -অলংকার
- তিনবার পড়ো – বাক্য না শব্দ ধরে –মূলভাব বের কারো – আন্ডারলাইন করো ।
- শিরোনামঃ 3 থেকে 7 শব্দে, শিরোনাম এ আন্ডারলাইন বা সাজানো-গোছানো করা দরকার নেই । শিরোনাম সবার শেষে লিখবে তাতে সময় বাঁচবে
- একটি অনুচ্ছেদে লিখতে হবে চলিত ভাষা ব্যবহার করো। কোনমতেই সাধু শব্দ নেওয়া যাবে না
- রাফ ওয়ার্ক নাও খাতার শেষে নিতে হবে ।ক্রমিক সংখ্যা দেবে ও কেটে দেবে লেখার শেষে উপরে রাফ বলে লিখতে হবে ।
- শব্দ সংখ্যা –এক তৃতীয়াংশ । একই শব্দ বারবার ব্যবহার না করাই ভালো । চেষ্টা করতে হবে কম শব্দ অনুচ্ছেদ থেকে নেওয়া । পুরো বাক্য অনুচ্ছেদ থেকে নেওয়া যাবে না নিজের ভাষায় লিখতে হবে ।বানান ভুল চলবে না ।
- স্পষ্ট, সুসংহত,Clarity থাকতে হবে ।ব্যাক্তিগত অভিমত একেবারে না ।
- অনুচ্ছেদ এর মূল বক্তব্য সহজ ও নিজের ভাষায় লিখ
- অনুচ্ছেদ এর বাইরে কিছু লেখা যাবে না –আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক কিছু জানি ।
- অনুচ্ছেদে উত্তম পুরুষ (আমি আমরা) 1st person,মধ্যম পুরুষ (তুমি তোমরা)2nd person ব্যবহার করা যাবে না ।
- একটা শব্দ বারবার ব্যবহার করবে না এর সমার্থক শব্দ ব্যবহার করো
- ক্লিয়ারিটি: কোন অস্পষ্টতা যেন না থাকে ,প্রথম থেকে শেষ অবধি পড়তে খাপছাড়া না লাগে । ব্যক্তিগত অভিমত বা ধারণা এখানে দেওয়া যাবে না
- বানান ভুল– যতিচিহ্ন ভুল–ব্যাকরণ ভুল
- বিভিন্ন ভাবনার মধ্যে যোগাযোগ প্রয়োজন
- সমস্ত প্রয়োজনীয় তথ্য অর্থাৎ দীর্ঘ বাক্যাংশ গুলি বাদ দিয়ে তার বদলে একটি শব্দ বসাও
@ বাক্যগুলি যেন একটার সাথে আরেকটা জুড়ে থাকা জরুরী প্রথম বাক্য লেখার পর পর শেষ বাক্য লিখলাম ।
By Pathak sir ( M.A in Bengali )