SAMPADAKIYA PRATIBEDAN
SAMPADAKIYA PRATIBEDAN
সম্পাদকীয় প্রতিবেদন
সম্পাদকীয় কাঠামো
সম্পাদকীয় কাঠামো :নিবন্ধের ভাষায় লেখা হবে
নিবন্ধ : নিবন্ধ হল সুনির্দিষ্ট গভীর বিশ্লেষণধর্মী । নিবন্ধকে বলা হয় প্রবন্ধের সংক্ষিপ্তসার ।এখানে প্রবন্ধকে রচনা বললেও অন্যায় হবে না ।নিবন্ধ স্বল্প পরিসরে বিশ্লেষণ যুক্তিকতা ভিত্তিক ।
প্রথমে শিরোনাম
প্রথম অংশ : উপস্থাপনা বা সূচনাপর্ব , সূচনাপর্বে সংবাদটির সংক্ষিপ্ত বর্ণনা
দ্বিতীয় অংশে : দ্বিতীয় পর্বে বা মধ্য পর্বে থাকবে বিশ্লেষণ মূলক আলোচনা ,সমালোচনা , সুচিন্তিত মতামত ও মন্তব্য এই অংশে পক্ষে-বিপক্ষে যুক্তি ও বলা হবে
তৃতীয়াংশে : তৃতীয় আংশে দেশ ও জাতিকে পরামর্শ , উপদেশ , আবেদন এবং দিকনির্দেশনা । উপসংহারে সমস্যার সমাধানে পরামর্শ তুলে ধরা প্রয়োজন ।
এভাবে বলতে পারি
শুরুতে সম্পাদকীয় উপজীব্য বিষয় সম্পর্কে
দ্বিতীয় আলোচনা ,বিশ্লেষণ , বৈপরীত্য মূলক মতামত
তৃতীয় মাত্রা প্রাসঙ্গিক প্রাসঙ্গিক তথ্য উপস্থাপন
চতুর্থ উপসংহারে সমস্যার সমাধান ও পরামর্শ উপদেশ আবেদন
সম্পাদকীয় প্রতিবেদন
- নম্বর 40
- প্রশ্নের ক্রমিক নম্বর দুই
- শব্দ সংখ্যা -200
- সময় 36 মিনিট
- সময় বাঁচাতে পারবেনা ।
- রাফ নিতে পারো –একেবারে শেষের পৃষ্ঠায় ,তারপর কেটে দিতে হবে । রাফ বলে লিখে দেবে উপরে ।
সাধারণ সাংবাদিক লেখন প্রতিবেদন
কিন্তু প্রধান সাংবাদিক লেখেন সম্পাদকীয় প্রতিবেদন
সম্পাদকীয় প্রতিবেদন কাকে বলে
সমসাময়িক নাগরিক জীবনের জনসার্থ সম্পৃক্ত কোন বিষয় বা ঘটনাকে উপজীব্য করে সংবাদ পত্র বা সম্পাদক মণ্ডলীর যৌথ মতামত সহ যে প্রধান নিবন্ধ পত্রিকায় পরিবেশিত হয় তাকে বলে সম্পাদকীয় । ইংলিশ এ বলে এডিটরিয়াল
সম্পাদকীয় কোন বিশেষ সংবাদ নয় ,এটি সংবাদের বিশ্লেষণ ধর্মী মতামত । বাস্তব information ও truth সপক্ষ ও বিপক্ষ যুক্তি নির্ভর দিক নির্দেশনা সম্বলিত মতামত ।
সম্পদকীয় কথার অর্থ হল -সম্পাদকীয় কথার অর্থ সম্পদক কর্তিক লিখিত প্রবন্ধ ।
প্রবন্ধ হলো ছোট ও information যুক্ত ।
প্রবন্ধ হবে না ,প্রতিবেদন ও হবে না পুরোপুরি ।
ABP 4 নম্বর পাতা ও এই সময় এ 8 নম্বর পাতা
প্রতিবেদন | সম্পাদকীয় প্রতিবেদন |
সাধারণ সাংবাদিক লেখেন 1.টাইটেল থাকে 2. প্রতিবেদকের নাম থাকে \ 3. স্থান ও সময় উল্লেখ থাকে 4. information কোথা থেকে নেওয়া বলা হবে উক্তি বা মন্তব্য করে নিজের মতামত দেওয়া যাবে না | সম্পাদক লেখেন 1.টাইটেল থাকে 2. প্রতিবেদকের নাম থাকে না 3. স্থান ও সময় উল্লেখ থাকে না 4. information কোথা থেকে নেওয়া বলা হবে উক্তি বা মন্তব্য করে নিজের মতামত দেওয়া যাবে না |
Editorial | Post editorial |
কেবল সম্পাদক লেখেন । একটি headline থাকে সম্পূর্ণ সম্পাদকের মতামত ।শেষে লেখকের নাম উল্লেখ থাকে না | যে কেও লিখতে পারে দুটি headline থাকে যিনি লিখবেন তার মতামত শেষে লেখকের নাম উল্লেখ থাকে কাউকে ছোট বড়ো ,রাজনৈতিক কথা ,এক তরফা কথা বলা যায় |
লেখা কেমন ভাবে সাজাতে হবে :
প্রথম অনুচ্ছেদে বিষয়ের সংক্ষিপ্ত বর্ণনা অর্থাৎ ভূমিকা
দ্বিতীয় অনুচ্ছেদে বিষয়ের বর্ণনা অর্থাৎ আলোচনা
তৃতীয় অনুচ্ছেদে ভবিষতের প্রভাব
শিরোনাম
………………………………………….………………..………………………………………….………………..………………………………………….………………..………………………………………….………………..60 word
………………………………………….………………..………………………………………….………………..………………………………………….………………..………………………………………….………………..………………………………………….………………..………………………………………….………………..………………………………………….………………..………………………………………….………………..100 words
………………………………………….………………..………………………………………….………………..………………………………………….………………..………………………………………….………………..40 word
কি কি মনে রাখতে হবে লেখার সময়
সম্পাদক য ভাবেন , তা যুক্তি সম্পর্ন ভাবে তুলে ধরা
Qutation দেওয়া দরকার
Information দিতে হবে ,বেশি দেবে না -বস্তু নিষ্ঠ হয়ে যাবে
Tense -কাল বা সময় -present -past -future হতে পারে
Information টা মানুষ কে বোলছ ।
কিন্তু মানুষ সেই বিষয়ে জানে সেটাই সম্পাদকীয় লেখা হয়
উদ্ধত আচরণ করা যাবে না
দেশের সার্থে লিখতে হবে
অনেক কিছু লেখা যাবে না
নিয়ম
1.সম্পাদকীয় প্রতিবেদনে একটি আকর্ষণীয় ও বুদ্ধিদীপ্ত শিরোনাম (Title) লিখতে হবে।
2. বিশেষ সংবাদদাতা, স্থান, তারিখ লিখতে হবে না।
3. সম্পাদকীয় প্রতিবেদনটি দুটি বা তিনটি অনুচ্ছেদে লিখতে হবে।
4.প্রথম বাক্যেই সরাসরি বিষয়বস্তুর উপস্থাপনা থাকবে।
5. ইংরেজি শব্দ ব্যবহার করলে বাংলা হরফে লিখতে হবে।
6.সংখ্যায় কিছু লিখলে বাংলা সংখ্যা ব্যবহার করতে হবে।
7.কবি ও লেখকদের বিখ্যাত উক্তি, সংস্কৃত শ্লোক, প্রবাদ-প্রবচন ব্যবহার করা যাবে।
8.স্বপক্ষে লিখতে বললে স্বপক্ষে বুদ্ধিদীপ্ত যুক্তি দেখাতে হবে।
9.শব্দ সংখ্যা 20 দশ শতাংশ-এর কম বা বেশি হতে পারে। তার থেকে ছোটো বা বড়ো লেখা চলবে না।
10. (W.B.C.S.-এ ২০০ শব্দে লিখতে দেওয়া থাকে)
11.ভাষা সহজ, সরল হলেও মার্জিত যুক্তিশীলতা ও চিন্তার গভীরতা থাকবে।
by Pathak sir