Precis Writing in Bengali for wbcs Bengali Precis Writing for WBCS
Bengali Precis Writing for WBCS with Pathak sir
সারমর্ম ও সারাংশ
কোন কবিতা বা কোন গদ্যাংশ যখন আমাদের কাছে আসে, তখন তা আসে অনেক কথা জড়িয়ে । সাহিত্যিক বা কবিরা যা কিছু বলতে চান সেটা সোজাসুজি বলেন না । বলেন অনেক কথা জড়িয়ে । শব্দকে সাজিয়ে সুন্দর বাক্য তৈরি করেন । সেই সুকুমার কথা শৈলীতে আমরা মজে যাই আমরা বারবার পড়ি।
লেখক কি বলতে চেয়েছেন ?
লেখক কাকে বলেছেন ?
- তিনবার পড়ো – বাক্য না শব্দ ধরে –মূলভাব বের কারো – আন্ডারলাইন করো ।
- Create a picture
- শিরোনামঃ 3 থেকে 7 শব্দে, শিরোনাম এ আন্ডারলাইন বা সাজানো-গোছানো করা দরকার নেই । ..
- শিরোনাম সবার শেষে PRACTICE তাতে সময় বাঁচবে
- একটি অনুচ্ছেদে লিখতে হবে চলিত ভাষা ব্যবহার করো। কোনমতেই সাধু শব্দ নেওয়া যাবে না
- রাফ ওয়ার্ক নাও খাতার শেষে নিতে হবে ।ক্রমিক সংখ্যা দেবে ও কেটে দেবে লেখার শেষে উপরে রাফ বলে লিখতে হবে ।
- শব্দ সংখ্যা –এক তৃতীয়াংশ । একই শব্দ বারবার ব্যবহার না করাই ভালো ।
- চেষ্টা করতে হবে কম শব্দ অনুচ্ছেদ থেকে নেওয়া । পুরো বাক্য অনুচ্ছেদ থেকে নেওয়া যাবে না নিজের ভাষায় লিখতে হবে ।বানান ভুল চলবে না ।