letter to editor in bengali for wbcs

সম্পাদককে  পত্র

বিষয় : সাহিত্য পাঠের প্রয়োজনীয়ত letter to editor in bengali for wbcs 

WBCS BENGALI COMPULSORY PAPER

WBCS DESCRIPTIVE PAPER

LETTER TO EDITOR
সম্পাদককে  পত্র

 

letter to editor in bengali

মাননীয় সম্পাদক মহাশয় সমীপেষু

আনন্দবাজার পত্রিকা,

,প্রফুল্ল সরকার স্ট্রিট,

 কলকাতা৭০০০০১

 

           বিষয় : সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা

সবিনয় নিবেদন ,

আপনার বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্রে সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা বিষয়ে নিম্নলিখিত অভিমতটি প্রকাশ করে প্রতি সুধী পাঠকের দৃষ্টি আকর্ষণ করলে বাধিত থাকব

সাহিত্য হল সমাজের দর্পন দেশকালের সীমা অতিক্রম করেও তার আবেদন শেষ হয় না সংসার ধূলিজালের মধ্য  থেকে উপাদান সংগ্রহ করে মানুষ সাহিত্য সৃষ্টি করে আর তা করে বলেই সাহিত্য চিরদিন মানুষের কথা বলে সত্যের সঙ্গে তার আত্মিক সম্পর্ক বলে  সাহিত্য  সমাজ গঠনের বড়ো সহায়ক যেখানে সত্য সেখানেই সুন্দর

 

সাহিত্যর সঙ্গে জীবনের সম্পর্ক অতি  নিবিড় জীবনের অনুকৃতিই সাহিত্য তাতে ধরা পড়ে সমাজের অসঙ্গতি,ব্যাক্তি চরিত্রের জটিলতা ,স্বার্থপরতা ইত্যাদি সাহিত্য সমাজ সংস্কারের ভূমিকা পালন করে সাহিত্য পাঠে সামাজিক জ্ঞান সমৃদ্ধ হয় সাহিত্যের উদ্দেশ্য মানব কল্যাণ সাধন ,মুক্তির পথ সৃষ্টি করা এবং আনন্দ দান করা সাহিত্য পাঠে মানুষের চিন্তার বিকাশ ঘটে ,মনন তৈরি হয় অবরুদ্ধ চিন্তার মুক্তি না ঘটলে মানুষ নিজের মধ্যেই বন্দি হয়ে থাকে সাহিত্যের আর একটা দিক হলো মানবিক চেতনার উনমেষ ঘটানো সাহিত্যের পরতে পরতে বাণী নিহিত থাকে মানুষের শুভবোধের উদ্বোধন ঘটায় জীবনের মানবিক গুন কে বিকশিত করে

 

সাহিত্য রচিত হয় এক কালে ,তার ব্যাপ্তি অনন্য কালে নদীর মতো সে চিরদিন বয়ে নিয়ে যায় জীবনের মহামন্ত্রের বারিধারা ইউরোপের নবজাগরণ কিংবা ভারতের স্বাধীনতা প্রাপ্তি সাহিত্যের অবদান অনেক খানি তাইতো সাহিত্য সমকালীন জীবন সমাজের দর্পন

 

স্থান                                                                                    বিনীত                    

তারিখ২৪১২২১                                                                                                                                                                                                                                                                                                                                           

        

 

 

By Pathak sir 7047352328

Online class -200/month

8000+ WBCS aspirants  জুড়ে আছে আমাদের  সঙ্গে

 

 

 

 

WBCS Descriptive Bengali
WBCS Descriptive Bengali
Shopping Cart