Letter to Editor for wbcs

সম্পাদককে  পত্র –

গঙ্গা দূষণ ও তার প্রতিকার

সম্পাদককে  পত্র-গঙ্গা দূষণ ও তার প্রতিকার
WBCS BENGALI COMPULSORY PAPER

সম্পাদককে  পত্র

Letter to editor in bengali 

মাননীয় সম্পাদক মহাশয় সমীপেষু

আনন্দবাজার পত্রিকা,

,প্রফুল্ল সরকার স্ট্রিট,

 কলকাতা৭০০০০১

 

           বিষয় :গঙ্গা দূষণ ও তার প্রতিকার

সবিনয় নিবেদন ,

আপনার বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্রে গঙ্গা দূষণ তার প্রতিকারবিষয়ে নিম্নলিখিত অভিমতটি প্রকাশ করে প্রতি সুধী পাঠকের দৃষ্টি আকর্ষণ করলে বাধিত থাকব

পুণ্য সলিলা গঙ্গা ভারতবাসীর কাছে দেবী স্বরূপ তার পবিত্র জলে অবগাহন করে ভারতবাসী কলুষমুক্ত হয় মানসিক স্বচ্ছতা আমাদের প্রফুল্ল করে ,তাই মা: গাঙ্গে  আমাদের কাছে কলুষ নাশিনী নামে পরিচিত গঙ্গা বিধৌত সমভূমি আমাদের অন্নদাতা জননী শহরনগর ,জনপদ  সবই গঙ্গার প্রাণ প্রবাহের অনুষঙ্গে আজ কল্লোলিনী তিলোত্তমা ভারতীয় সভ্যতা সংস্কৃতিএই পুণ্য জাহ্নবীর তীরে সংঘটিত হয়েছে

 

ভারতীয় সভ্যতা সংস্কৃতি বইতে বইতে গঙ্গা আজকে হয়ে উঠেছে দূষিত গঙ্গার দু ধারে গড়ে উঠেছে রাজধানী ,অসংখ্য কলকারখানা ,জনবহুল শহর নগর শহর গুলি থেকে নেমে আসছে দূষিত জল ,আবর্জনা কল কারখানার বজ্য পদার্থ এইসব প্রাণঘাতী বিষাক্ত রাসায়নিক পদার্থ গঙ্গার পবিত্রতা যেমন নষ্ট করে তাকে জীবাণু নির্ভর করে তুলছে পরিতক্ত আবর্জনা, দূষিত জল নদীতে পড়ে তার তলদেশ ভরাট করে তুলছে তেমনি দূষিত জলে মাছ অন্যান্য জলজ প্রাণী দের অবস্থা বিপন্ন দের অবস্থা বিপন্ন

 

কবি সুকান্ত বলেছেন -“প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জালপৃথিবীকে কলুষমুক্ত করে  নবজাতকের জন্য উজ্জ্বল পৃথিবী রেখে যেতে হবে  স্বাধীনতার পরবর্তী কালে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঙ্গা দূষণের জন্য কাজ হয়েছে গঙ্গা অ্যাকশন প্ল্যান, সেন্ট্রাল গঙ্গা অথরিটি প্রভৃতি কমিটি গঠন করা হয়েছে ব্যয়ও হয়েছে প্রচুর অর্থ দূষিত জল কারখানার বিষাক্ত রাসায়নিক তরল পদার্থ শোধন  করার ব্যবস্থা করা হয়েছে এই উদ্যোগ যথেষ্ট নয় জনসাধারণকে এগিয়ে আসতে হবে ,সচেতনতা গড়ে তুলতে হবে এমন দিন যেন না আসে গঙ্গা দূষণের জন্য কমিটি গঠনের প্রয়োজন পড়ে

 

স্থান                                                                                       বিনীত                                       

তারিখ২৪১২২১                                                                  

 

                                                                                                                                                                                                                                                                                                  

  

By Pathak sir 7047352328

Online class -200/month

Online Practice -100/month

8000+ WBCS aspirants  জুড়ে আছে আমাদের  সঙ্গে

wbcs descriptive bengali
wbcs descriptive bengali
Shopping Cart