সম্পাদককে পত্র –
গঙ্গা দূষণ ও তার প্রতিকার
সম্পাদককে পত্র-গঙ্গা দূষণ ও তার প্রতিকার
WBCS BENGALI COMPULSORY PAPER
সম্পাদককে পত্র
Letter to editor in bengali
মাননীয় সম্পাদক মহাশয় সমীপেষু –
আনন্দবাজার পত্রিকা,
৬,প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা–৭০০০০১
বিষয় :গঙ্গা দূষণ ও তার প্রতিকার
সবিনয় নিবেদন ,
আপনার বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্রে “গঙ্গা দূষণ ও তার প্রতিকার” বিষয়ে নিম্নলিখিত অভিমতটি প্রকাশ করে প্রতি সুধী পাঠকের দৃষ্টি আকর্ষণ করলে বাধিত থাকব ।
পুণ্য সলিলা গঙ্গা ভারতবাসীর কাছে দেবী স্বরূপ। তার পবিত্র জলে অবগাহন করে ভারতবাসী কলুষমুক্ত হয় । মানসিক স্বচ্ছতা আমাদের প্রফুল্ল করে ,তাই মাত: গাঙ্গে আমাদের কাছে কলুষ নাশিনী নামে পরিচিত । গঙ্গা বিধৌত সমভূমি আমাদের অন্নদাতা জননী । শহর–নগর ,জনপদ সবই গঙ্গার প্রাণ প্রবাহের অনুষঙ্গে আজ কল্লোলিনী তিলোত্তমা । ভারতীয় সভ্যতা ও সংস্কৃতিএই পুণ্য জাহ্নবীর তীরে সংঘটিত হয়েছে ।
ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি বইতে বইতে গঙ্গা আজকে হয়ে উঠেছে দূষিত ।গঙ্গার দু ধারে গড়ে উঠেছে রাজধানী ,অসংখ্য কল–কারখানা ,জনবহুল শহর ও নগর । শহর গুলি থেকে নেমে আসছে দূষিত জল ,আবর্জনা কল কারখানার বজ্য পদার্থ । এইসব প্রাণঘাতী বিষাক্ত রাসায়নিক পদার্থ গঙ্গার পবিত্রতা যেমন নষ্ট করে তাকে জীবাণু নির্ভর করে তুলছে । পরিতক্ত আবর্জনা, দূষিত জল নদীতে পড়ে তার তলদেশ ভরাট করে তুলছে তেমনি দূষিত জলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী দের অবস্থা বিপন্ন দের অবস্থা বিপন্ন ।
কবি সুকান্ত বলেছেন -“প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল” পৃথিবীকে কলুষমুক্ত করে নবজাতকের জন্য উজ্জ্বল পৃথিবী রেখে যেতে হবে । স্বাধীনতার পরবর্তী কালে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঙ্গা দূষণের জন্য কাজ হয়েছে ।গঙ্গা অ্যাকশন প্ল্যান, সেন্ট্রাল গঙ্গা অথরিটি প্রভৃতি কমিটি গঠন করা হয়েছে। ব্যয়ও হয়েছে প্রচুর অর্থ। দূষিত জল ও কারখানার বিষাক্ত রাসায়নিক তরল পদার্থ শোধন করার ব্যবস্থা করা হয়েছে । এই উদ্যোগ যথেষ্ট নয় জনসাধারণকে এগিয়ে আসতে হবে ,সচেতনতা গড়ে তুলতে হবে । এমন দিন যেন না আসে গঙ্গা দূষণের জন্য কমিটি গঠনের প্রয়োজন পড়ে ।
স্থান –ক বিনীত
তারিখ –২৪–১২–২১ খ
By Pathak sir 7047352328
Online class -200/month
Online Practice -100/month
8000+ WBCS aspirants জুড়ে আছে আমাদের সঙ্গে ।