Wbcs bengali optional question paper 2021

Wbcs bengali optional question paper 2021

2021 

BENGALI 

PAPER-I 

Time Allowed – 3 Hours    Full Marks 200 

If the questions attempted are in excess of the prescribed number, only the questions attempted first up to the prescribed number shall be valued 

and the remaining ones ignored Wbcs bengali optional question paper 2021

উত্তর সাধু বা চলিত যেকোন  একটি ভাষারীতিতে হওয়া বাঞ্ছনয়

 বিভাগ 

(যেকোনো একটি প্রশ্নের উত্তর লিখুন।) Wbcs bengali optional question paper 2021

১. () মধ্যভারতীয় আর্যভাষার স্তরগুলির নাম লিখুন এবং প্রতিটি স্তরের কালসীমা বিবৃত করুন। প্রতিটি স্তরের উপভাষাগুলির নাম লিখুন। মধ্যভারতীয় আর্যভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণসহযোগে উল্লেখ করুন। ১০+১৫+২৫=৫০

() বাংলা শব্দভাণ্ডারের বৈশিষ্ট্য উপযুক্ত উদাহরণসহ বর্ণনা করুন   ৫০

বিভাগ (যেকোনো দুটি প্রশ্নের উত্তর লিখুন।৫০*২=১০০

২। চর্যাপদের সাহিত্যমূল্য নির্ধারণ করুন।

৩। মধ্যযুগের মুসলমান কবিরা যে মানবপ্রেমের আখ্যান রচনা করেছিলেন, সেগুলির বিষয়ে বিশদ আলোচনা করুন। 

৪। ভারতচন্দ্র রায় রচিত অন্নদামঙ্গলকাব্যটিনূতন মঙ্গলঅভিধায় ভূষিত হবার কারণগুলি সম্বন্ধে আপনার মত লিপিবদ্ধ করুন। 

৫। বাংলা নাট্যসাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদানের বিষয়টি বিশ্লেষণ করুন। 

‘গ’ বিভাগ Wbcs bengali optional question paper 2021

(যেকোনো একটি প্রশ্নের উত্তর লিখুন।৫০*১=৫০

৬। উনিশ শতকের বাংলা কাব্যের ধারায় মধুসূদন দত্তের অবদান সম্পর্কে আলোচনা করুন। 

৭। তারাশংকর বন্দ্যোপাধ্যায়ের রচনায় রাঢ় অঞ্চলসংলগ্ন সাধারণ মানুষজনের সুখদুঃখ যে অভিনব রসমূর্তি নিয়ে দেখা দিয়েছে সে বিষয়ে, তাঁর কয়েকটি উপন্যাস অবলম্বনে বিস্তৃত আলোচনা করুন  

৮। স্বাবলম্বী নারীচরিত্র নির্মাণে নবনীতা দেবসেনের যে অপরিসীম দক্ষতাতাঁর কয়েকটি উপন্যাস অবলম্বনে সে বিষয়টি প্রতিপন্ন করুন। 

2021 

BENGALI 

Time Allowed – 3 Hours    Full Marks 200 

PAPER-II 

If the questions attempted are in excess of the prescribed number, only the questions attempted first up to the prescribed number shall be valued and the remaining ones ignored

(উত্তর সাধু বা চলিত যেকোনো একটি ভাষারীতিতে হওয়া বাঞ্ছনীয়

বিভাগ (যেকোনো তিনটি প্রশ্নের উত্তর লিখুন

৪০x=১২০ 

১। বৈষ্ণব পদকারদের কাছেপূর্বরাগকথাটির প্রকৃত তাৎপর্য কী? এই পর্যায়ের পদরচনায় বিদ্যাপতি চণ্ডীদাসের কবিপ্রতিভার তুলনামূলক আলোচনা করুন। 

২।মুকুন্দরাম দুঃখের কথায় পঞ্চমুখ বটেন, তবু তাঁহাকে নৈরাশ্যবাদী কবি বলা যায় না।”— কালকেতুর সামগ্রিক রসাবেদনের প্রেক্ষিতে এই মন্তব্যটি সমর্থন অথবা প্রত্যাখ্যান করুন। 

৩। মেঘনাদবধ কাব্যে প্রথম সর্গে রাবণ চিত্রাঙ্গদার সংলাপের মধ্যে দিয়ে উভয় চরিত্রের যে বৈশিষ্ট্য পরিস্ফুট হয়েছে উপযুক্ত উদ্ধৃতিসহ তা আলোচনা করুন। 

৪। কপালকুণ্ডলা উপন্যাসের সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত প্রকৃতি এক অমোঘ ভূমিকায় অবতীর্ণউপন্যাসের ঘটনাসংস্থানচরিত্র বিকাশ পরিণতি এই প্রকৃতির দ্বারা প্রত্যক্ষ পরোক্ষভাবে কতখানি নিয়ন্ত্রিত হয়েছে লিখুন। 

৫।এই গ্রন্থের পরিচয় আছেবাজে কথাপ্রবন্ধে। অর্থাৎ ইহার যদি কোনো মূল্য থাকে তাহা বিষয়বস্তুগৌরবে নয়, রচনারস সম্ভোগে।”— বিচিত্র প্রবন্ধগ্রন্থের সূচনায় রবীন্দ্রনাথের এই মন্তব্য গ্রন্থটিতে কীভাবে সার্থক হয়ে উঠেছে প্রয়োজনীয় দৃষ্টান্তসহ আলোচনা করুন  

বিভাগযে কোনো দুটি প্রশ্নের উত্তর দিন ৪০*২ =৮০

৬। “চাণক্যের অসাধারণ ব্যক্তিত্ব সমস্ত কাহিনীকে একেবারে আচ্ছন্ন করিয়া রাখিয়াছে, তাঁহার পাশে চন্দ্রগুপ্তকে নিতান্ত ম্লান অপরিস্ফুট মনে হইয়াছে।”— চন্দ্ৰগুপ্তনাটক সম্বন্ধে সমালোচকের এই মন্তব্যের পক্ষে বা বিপক্ষে আপনার অভিমত লিপিবদ্ধ করুন। 

৭। আমার কৈফিয়ৎকবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের কবিমানসের বিশিষ্টতার পরিচয় দিন। 

৮। ইন্দিরঠাকরুনসর্বজয়াদুর্গা, ‘পথের পাঁচালীউপন্যাসের এই তিনটি চরিত্রের মধ্যে দিয়ে বাংলার গ্রামসমাজে নারীর অবস্থানের তাৎপর্য চিহ্নিত করুন। 

৯। সংগ্রামী চেতনা সাধারণ মানুষের চরিত্রে যে অসামান্যতা আনে তেভাগা আন্দোলনের পটভূমিতে ময়নার মায়ের চরিত্রে সেই অসামান্যতার দিকটিহারানের নাতজামাইগল্প অবলম্বনে পরিস্ফুট করুন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart