Letter to Editor in Bengali for WBCS Compulsory Bengali
Letter to editor in bengali for wbcs descriptive
সম্পাদককে পত্র
সংবাদ পত্র
সংবাদ = সম +বাদ
সমসাময়িক বার্তা
Journalism
সংবাদপত্রের উদ্দেশ্য
তথ্য
শিক্ষিত করা
প্রভাব বিস্তার করা
চিত্ত বিনোদন করা
কোন বিষয় সম্পর্কে ব্যাখ্যা করা
পথ নির্দেশনা করা
মানুষের মনকে নিজের দিকে টানা
সংবাদ পত্রের দায়িত্ব
সংবাদপত্র হবে নিরপেক্ষ
সংবাদপত্র নিখুঁত
সৎ চরিত্র
দায়িত্বশীল দেশের প্রতি
ভাষা ও ছবির রুচিশীলতা
সাংবাদিক
সম্পাদকের দায়িত্ব
নিউজ এডিটেড
ফাইনাল অ্যাপ্রুভ করে
অপ্রয়োজন অংশ বাদ দেন
টাইটেল চেঞ্জ করতে পারেন
ভালো না লাগলে রিপোর্ট থেকে বাদ দিতে পারেন
বিভিন্ন প্রকার সম্পাদক সমীপেষু NEWS PAPER
আবেদন ভিত্তিক – ডাকঘর, বিদুৎ,ব্যাংক,স্কুল চাই
সমস্যামূলক –
গ্রামীণ সমস্যা – হাট বাজার , হাসপাতাল,শিক্ষা ,
শহর কেন্দ্রিক সমস্যা – রাস্তা ঘাট ,জল
চলমান ঘটনা –
একান্ত ব্যাক্তিগত –
বিষয় ভিত্তিক – News paper ঠিক করে দেয় বিষয় বস্তু
আইন শৃঙ্খলা বিষয়ক –
রাজনৈতিক – দলা দলি ,হিংসা , পক্ষপাত।
সম্পাদককে পত্র বা সম্পাদকের নিকট পত্র
Adress
প্রাপকের ঠিকানা (Receiver’s address):
যার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে, তার ঠিকানা চিঠির ওপরের ঠিক বামদিকে দিতে হয়।
ঠিকানা দরকার কেন
১০% নাম্বার কাটা যাবে
চিঠি পাঠানোর ঠিকানা
মাননীয় সম্পাদক মহাশয় সমীপেষু –
আনন্দবাজার পত্রিকা
৬,প্রফুল্ল সরকার স্ট্রিট
কলকাতা–৭০০০০১
বিষয় (Subject):
সংক্ষিপ্ত ও মূল কথা এক বাক্য
অভিবাদন
সম্ভাষণ
সবিনয় নিবেদন
সম্পাদক মহাশয় উদ্দেশ্য করে একটি সম্ভাষণ-সূচক শব্দ ব্যবহার করতে হয়। এক্ষেত্রে ‘মাননীয় মহাশয়’, ‘সবিনয় নিবেদন’, ‘”‘মাননীয় সম্পাদক মহাশয়’ প্রভৃতিই ব্যবহার করা হয়ে থাকে।
তারিখ ও স্থান (Date & Place):
চিঠির শেষে বামদিকে
তারিখ ও স্থান উল্লেখ করতে হয়
তবে অনেকক্ষেত্রে চিঠির ওপরের ডানদিকের অংশেও তারিখ দেওয়া হয়।
শেষখানে বাঁ দিকে
তারিখ –২৪–১২–২১
স্থান –ক
বিদায়সম্ভাষণ
ডানদিক
‘ধন্যবাদান্তে’, ‘নমস্কারাস্তে’, ‘বিনীত’
নীচে নিজের পূর্ণ স্বাক্ষর করতে হয়- ক খ গ
বিনীত
খ
BODY
explain the Matter and write the effects and cause of the issue
Paragraph write about the conclusion and suggestions
লেখার নিয়ম
- নাগরিক চিঠি লিখবেন -সমস্যার কথা -বৃহত্তর জনগোষ্ঠীর কথা
- পত্র রচনার ভাষা- সহজ-সরল ও সাবলীল
- চলিত বাংলায় লিখতে হয়।
- ইংরেজি শব্দ, ইংরেজি সাল, তারিখ প্রভৃতি বাংলা অক্ষরে লিখতে হয়।
- শব্দ প্রয়োগ ও বানান বিষয়ে সদা সতর্ক থাকতে হবে।
- বক্তব্যের পুনরাবৃত্তির দরকার নেই
- দুই বা তিন অনুচ্ছেদেই বক্তব্য সম্পূর্ণ করতে হয়।
- কোনো অপভাষা বা সাম্প্রদায়িক উস্কানিমূলক শব্দ প্রয়োগ না করাই ভালো ।
- বানান ভুল
- সম্পাদকীয় পত্রের গঠন- অনুসরণ একান্তই জরুরি। নইলে ১০% নাম্বার কাটা যাবে ।
- ব্যক্তিগত আবেগ-উচ্ছ্বাস বা ‘আমি’ কেন্দ্রিক
শব্দ না বসানো ভালো ।
- শব্দ সংখ্যা ১৫০ যা অনুসরণ করতেই হবে।
- সিলেবাস ও প্রশ্নের নির্দেশ অনুযায়ী নিজের নাম-ঠিকানার পরিবর্তে x, y, z লিখতে হবে।বা ক খ গ লিখতে পারো ।
- যদি সমস্যা জানানো হয় ,তবে সমাধান দাবি করা ।
- কাউকে আপমান করা যাবে না
- জন স্বার্থে এ চিঠি
মাননীয় সম্পাদক মহাশয় সমীপেষু–
আনন্দবাজার পত্রিকা
৬ , প্রফুল্ল সরকার সরণী
কোলকাতা -৭০০০০১
বিষয় :
মহাশয় ,
আপনার বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্রে “ ”বিষয়ে নিম্নলিখিত অভিমতটি প্রকাশ করে সুধী পাঠকের দৃষ্টি আকর্ষণ করলে বাধিত থাকব ।
……………………………………………………………………………………………………………………………………………………।।
……………………………………………………………………………………………………………।।
……………………………………………………………………………………।।
স্থান – খ
তারিখ -২৫-০২-২২ বিনীত
ক
লেখা কিভাবে সাজানো যাবে ?
- ভূমিকা
- বিষয়টির সংক্ষিপ্তসার এক থেকে দুটি বাক্যে
- কারণ
- জনসমাজে প্রভাব
- প্রতিকার
- ছাপানোর প্রয়োজনীয়তা
- সরকারের দায়িত্ব
- জনগণের দায়িত্ব
- ভবিষ্যতের প্রভাব
লেখার মান বাড়ানোর জন্য
Indian Polity
Indian economy
History
Geography
প্রাসঙ্গিক হতে হবে
সম্পাদক কে পত্র লিখছ মনে রাখতে হবে ।
সম্পাদক কে পত্র সূচনাতে সংক্ষিপ্তসার কে defination আকারে লেখা যাবে কি ?
না ,লেখা যাবে না ,কিন্তুdefiantion লিখছ বলে বুঝতে দেওয়া যাবে না । style change করতে হবে ।
যদি সমস্যার কথা থাকে তাহলে
তাহলে সমস্যার কথা -খারাপ দিক তুলে ধরতে হবে ।
কোন place উল্লেখ করা যাবে কি না
হ্যাঁ উল্লেখ করা যাবে
১২৩ point করে লেখা যাবে কি না ?
হ্যাঁ লেখা যাবে , কিন্তু আমি বলবো না ।
ভাষা কি হবে
চলিত ভাষা – কলকাতা র
চিঠির ভাষা কেমন হবে ?
প্রতিবেদনের মতো না
সাহিত্যের ছোঁয়া
পত্র কার উপর নির্ভর করে
বৃহৎত্তর এলাকার -বৃহৎ আংশের মানুষের কথা
QUOTES দেওয়া যাবে কি না
যাবে – same to same লিখতে হবে ।
নিজের কবিতা – ছন্দ ভুল
কোন বিষয়ের উপকারিতা না অপকারিতা দিকগুলো
প্রশ্নে যা লেখা থাকবে
Sujjestion দেওয়া যাবে কি না
হ্যাঁ দেওয়া যাবে -তবে এক লাইনে দিও
লেখার মান বাড়ার -marks বাড়ার
Sustainable development
Socio economic
United nation ranks
Scheme by govt
Echo friendly – energy
sovereign, socialist, secular and democratic republic.
১৫০ শব্দে
কাঠামো বাদে
রাফ
—
Avoid
political
উপসংহার
Positive দৃষ্টিভঙ্গি -হতাশ জনক না