Editor letter – global warming

Editor letter বিশ্ব উষ্ণায়ন ও পৃথিবীর ভবিষ্যৎ

বিশ্ব উষ্ণায়ন ও পৃথিবীর ভবিষ্যৎ

মাননীয় সম্পাদক মহাশয় সমীপেষু –

 আনন্দবাজার পত্রিকা

৬ ,প্রফুল্ল সরকার স্ট্রিট

 কলকাতা ৭০০০১

                                                          বিষয় : বিশ্ব উষ্ণায়ন ও পৃথিবীর ভবিষ্যৎ

মহাশয়

            আপনার বহুল প্রচারিত পত্রিকার মাধ্যমে বিশ্ব উষ্ণায়ন ও পৃথিবীর ভবিষ্যৎ বিষয়ে আমার অভিমত বিবৃতি করতে চাই ।আশা করি আপনার অনুগ্রহ থেকে বঞ্চিত হব না।

রবীন্দ্রনাথ  বলেছিলেন  , “প্রকৃতিকে আক্রমণ কিছু দূর পর্যন্ত সয় তারপর বিনাশের পালা ।“

আধুনিক সভ্যতার অপরিমিত ভোগলালসা , ক্রমবর্ধমান জনবিস্ফোরণ ,নগরায়ন পৃথিবীর উষ্ণতা ক্রমশ বাড়িয়ে  দিচ্ছে। ১৯০০ থেকে ২০০০ সালের মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা  এক ডিগ্রী সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে ।কার্বন ডাই অক্সাইড ,মিথেন,  জলীয় বাষ্প ,ক্লোরোফ্লুরো  কার্বন  ইত্যাদি গ্রিম হাউস গ্যাস গুলি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত ইনফ্রারেড  রশ্মিকে শোষণ করে পৃথিবীর উষ্ণতা বাড়ি দিচ্ছে যাকে বলে গ্রীন হাউস ইফেক্ট । এর ফলে পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন হচ্ছে মেরু অঞ্চলের  বরফ গলতে শুরু করছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে বন্যা সুনামি দেখা দিয়েছে । পৃথিবীর বাস্তুতন্ত্র ও জীবজগতের অস্তিত্ব বিপন্ন হচ্ছে ।রাষ্ট্রপুঞ্জ হুঁশিয়ারি দিয়েছে গ্রীন হাউস গ্যাসের নির্গমন কম না হলে ২০৩০ সালের মধ্যে ১° বৃদ্ধি পাবে ।

বিশ্ব উষ্ণায়ন রোধ করতে গোটা পৃথিবীর ন্যায় ভারত সরকারও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ।২০১৫ সালে প্যারিস চুক্তি ভারত ২০৩০ সালের মধ্যে ৫০% গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমানোর অঙ্গীকারবদ্ধ হয়েছে। সম্প্রতি ২০২২ সালে গ্লাসগো গ্লাসগো ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স ২০৭০ সালের মধ্যে নেট জিরো কার্বন নির্গমনের কথা ঘোষণা করে । এছাড়াও ১৬ই সেপ্টেম্বর ওজন দিবস পালন আসামের জোরহাটে গ্রীন হাইড্রোজেন প্লান্টের উদ্বোধন ও ন্যাশনাল মিশন যার গ্রীন হেন্ড এনার্জির মাধ্যমে চিরাচরিত শক্তির ব্যবহারের মাধ্যমে বিশ্ব উষ্ণায়নকে নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।সরকারের পাশাপাশি সকল নাগরিককে সচেতন হতে হবে যাতে ভবিষ্যত প্রজন্ম এক সুস্থ পৃথিবী দেখতে পায়।

তারিখ -২০.০৩.২০২২                                                                                    বিনীত

স্থান -ক                                                                                                           খ

WBCS Descriptive bengali
Shopping Cart