Editor letter in bengali – Violence against women

Editor letter in bengali

সম্পাদককে  পত্র

letter to the editor

নারী নির্যাতন Editor letter in bengali

মাননীয় সম্পাদক মহাশয় সমীপেষু –

 আনন্দবাজার পত্রিকা

৬ ,প্রফুল্ল সরকার স্ট্রিট

 কলকাতা ৭০০০১

                                                          বিষয় : নারী নির্যাতন

মহাশয়

            আপনার বহুল প্রচারিত পত্রিকার মাধ্যমে নারী নির্যাতন বিষয়ে আমার অভিমত বিবৃতি করতে চাই ।আশা করি আপনার অনুগ্রহ থেকে বঞ্চিত হব না।

বিগত কয়েকশো বছর ধরে ভারতীয় নারীর অবস্থা বহু পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে  । প্রাচীন যুগ থেকে মধ্যযুগে তাদের অবস্থার অবনতি , আর কয়েকজন সমাজ সংস্কারের প্রচেষ্টায় আবার সমমর্যাদার অধিকারে উত্তরণের ইতিহাস বেশ ঘটনাবহুল  । আধুনিক ভারতে সমাজের বিভিন্ন স্তরে নারীদের পদ উজ্জ্বলমান । বিভিন্ন কাগজ-কলমে নারী-পুরুষদের সমান অধিকার নিয়ে কথা হয়ে  থাকে । কিন্তু নারী নির্যাতন রুখতে নারীর অধিকারকে আমরা বাস্তবায়িত করতে পারিনি ।

   “বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর /অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।“ – কাজী নজরুল আমাদের সমাজে নারীর অধিকার ও তার জায়গা নিয়ে যে ভাবনা ভেবেছিলেন সেই ভাবনার মর্যাদা আজ আমাদের  পুরুষতান্ত্রিক সমাজ দেয় না । দুরন্ত গতিতে পৃথিবী এগিয়ে চলেছে ,সেই পৃথিবী যেখানে মেয়েরা আস্তে আস্তে পর্দা ঘেরা চার দেওয়ালের বাইরে পা রেখেছে ।পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে । কিন্তু এসবের মধ্যেও আজ বন্ধ হয়নি নারী নির্যাতন , বন্ধ হয়নি শ্লীলতাহানি থেকে বধু হত্যা ।

ন্যাশনাল ক্রাইম রেকর্ড অফ ব্যুরো রিপোর্ট অনুযায়ী গত এক বছরে দেশজুড়ে মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার প্রায় ৬.৩ শতাংশ কমে গেল গেলও  দেশের পূর্বাঞ্চলে দুই রাজ্য পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা গত এক বছরে  তা বেড়ে গিয়েছে বেশ কিছুটা । ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ২০১৯ সালে এ রাজ্যে মহিলাদের উপরে হিংসাত্মক ঘটনার পুলিশে লিপিবদ্ধ সংখ্যা ছিল ২৮৬৫৯ টি ,যা ২০২২ শে বেড়ে দাঁড়ায় ৩৬ হাজার ৪৩৯ ।

মজুরি বৈষম্য ,কর্ম ঘন্টা নির্দিষ্ট করা ও কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রাস্তায় নেমেছিল নারীরা । সূচনা হয়েছিল বিশ্ব নারী দিবস ৮ই মার্চ আজ সেই নারী রায় আমাদের সমাজে কতটা সুরক্ষিত প্রশ্ন থেকে যায়।

তারিখ -২০.০৩.২০২২                                                                                    বিনীত

স্থান -ক                                                                                                           খ

WBCS Descriptive bengali

Shopping Cart