letter to editor in bengali -election commission

সম্পাদককে  পত্র letter to editor in bengali

letter to the editor letter to editor in bengali

নির্বাচন কমিশন letter to editor in bengali

মাননীয় সম্পাদক মহাশয় সমীপেষু –

 আনন্দবাজার পত্রিকা

৬ ,প্রফুল্ল সরকার স্ট্রিট

 কলকাতা ৭০০০১

                                                          বিষয় : নির্বাচন কমিশনের  গুরুত্ব

মহাশয়

            আপনার বহুল প্রচারিত পত্রিকার মাধ্যমে নির্বাচন কমিশনের  গুরুত্ব  বিষয়ে আমার অভিমত বিবৃতি করতে চাই ।আশা করি আপনার অনুগ্রহ থেকে বঞ্চিত হব না।

সংসদীয় গণতন্ত্রের হিসাবে ভারত পৃথিবীর বৃহত্তম, অন্যান্য দেশের তুলনায় ভারতের প্রাপ্তবয়স্ক ভোটারের সংখ্যা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। কিন্তু জনসংখ্যা বেশি হওয়ার কারণে  সুষ্ঠ   নির্বাচন সম্পন্ন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয় বেশি । ঠিক সেখানেই প্রয়োজন পড়ে, একটা নিরপেক্ষ দায়িত্বশীল ও কার্যকরী নির্বাচন কমিশনের ।

ভারতের মতো এই বিশাল গণতান্ত্রিক দেশের জনমানুষের রাজনৈতিক মতাদর্শ গৃহীত হয় ভোট দানের বাক্সে। যার উপর পরবর্তী পাঁচ বছরের ভারতের ভবিষ্যৎ নিহিত থাকে । এই বিশাল পরিচালনার দায়িত্ব থাকে যে সংস্থার উপর, তারউপর উঠে এসেছে কেন্দ্রীয় দলের প্রতি তোষামোদ ও পক্ষপাতীত্বের অভিযোগ কিন্তু আবার টি.এন.শেশানের মত নির্বাচন কমিশনের নামও উল্লেখযোগ্য, যাকে পরিবর্তনের রূপকার বলা হয় ।আমলাতন্ত্রিকতা ও রাজনৈতিক ব্যক্তিত্বের তত্ত্বাবধান থেকে সম্পূর্ণ সরিয়ে নিয়ে এসে নির্বাচন কমিশনের সংস্কার করেন  এবং পরিচয় পত্র প্রচলন করেন যা অনেকটাই দুর্নীতি মুক্ত করে । বর্তমানে এখনও নির্বাচন কমিশনের উপর বরং বার আঙ্গুল উঠে, তাদেরকে আরো দায়িত্বশীল ও নিরপেক্ষ হতে হবে ।

একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন শুধুমাত্র ভারতের গণতান্ত্রিক সত্তা বজায় রাখার জন্যই এখন প্রয়োজন ,তা ঠিক নয় বর্তমানে দক্ষিণ এশিয়া তথা ভারতবর্ষের রাজনীতি যেভাবে  গণতান্ত্রিক আচরণ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে , তা থেকে মুক্ত রাজনৈতিক চেতনাকে পুনরুদ্ধারের রাস্তা অবশ্যই সুস্থ নির্বাচনের সংস্কৃতি , যা একটি নিরপেক্ষ ও দায়িত্বশীল নির্বাচন কমিশন ছাড়া দিবা স্বপ্ন।

তারিখ -২০.০৩.২০২২                                                                                    বিনীত

স্থান -ক                                                                                                           খ

WBCS Descriptive bengali
Shopping Cart