letter to the editor -child labour

সম্পাদককে  পত্র

letter to the editor

letter to the editor

শিশু শ্রমিক

letter to the editor

মাননীয় সম্পাদক মহাশয় সমীপেষু –

 আনন্দবাজার পত্রিকা

৬ ,প্রফুল্ল সরকার স্ট্রিট

 কলকাতা ৭০০০১

                                                          বিষয় : শিশু শ্রমিক

মহাশয়

            আপনার বহুল প্রচারিত পত্রিকার মাধ্যমে শিশু শ্রমিক বিষয়ে আমার অভিমত বিবৃতি করতে চাই ।আশা করি আপনার অনুগ্রহ থেকে বঞ্চিত হব না।

কবির ভাষায় “ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে” কিন্তু দুঃখের বিষয় আজ স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত হলেও শিশুদের অবস্থা সেই তিমিরই রয়ে গেছে। তারা শিশু শ্রমের কুজ্ঝটিকার আবরণ ভেদ করে মুক্ত বিহঙ্গের মতো পাখনা মেলে উড়তে পারছে না নানান সামাজিক ,অর্থনৈতিক ও রাজনৈতিক বিষবাষ্পে ।তাদের ঠিকানা হয়েছে নানা কলকারখানা ইটভাটা প্রভৃতি দিন  মজুর হিসেবে। বর্তমানে তাদের অবস্থা আরো ও ভয়াবহ হয়েছে। তারা দুবেলা অণ্ণ  সংস্থানের জন্য পরিবারের চাপে বাধ্য হয়েছে শিশু শ্রমিক হতে ।

বর্তমান সমীক্ষাতে দেখা গেছে সারা ভারতে প্রায় এক কোটি এমন শিশু শ্রমিক রয়েছে যারা কোনো না কোনো কাজে নিযুক্ত হয়েছে যা সত্যই ভয়াবহ ও উদ্বেগের । ইউনিসেফের  রিপোর্টে বলা হয়েছে ১৪ থেকে ১৮ বছর বয়সী  শিশু শ্রমিক সবচেয়ে বেশি রয়েছে ভারতবর্ষে ।যা তার সামাজিক অগ্রগতির কলঙ্কসার চেহারাটাকেই তুলে ধরে । বর্তমানে শিশু শ্রমিক রোধে ভারত বর্ষের আইনে অর্থাৎ শিশু ও কৈশোর শ্রম নিবারন আইন ১৯৮৬ এবং সংবিধানের ২৪ নম্বর ধারাতে শিশুদের শ্রমিক হিসাবে নিয়োগ করা অপরাধ বলা থাকলেও শিশুদের অবস্থার যে কোন মতেই উন্নতি হচ্ছে না তা আর বলার অপেক্ষা রাখে না । কিন্তু এইসব শিশু শ্রমের অন্ধকার গলি থেকে তাদের বেরিয়ে আসার কি কোন উপায় নেই ।তারা কি অন্য শিশুদের মতো সমান সুযোগ সুবিধা পাবে না ? এ ব্যাপারে সমাজের সর্বস্তরের মানুষদের তথা শিক্ষিত সমাজ ও সরকারকে এগিয়ে আসা প্রয়োজন।

তারিখ -২০.০৩.২০২২                                                                                    বিনীত

স্থান -ক                                                                                                           খ

WBCS Descriptive bengali
WBCS Descriptive English

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart